ভুরুঙ্গামারীর বিশিষ্ঠ ব্যবসায়ী শ্রী গোবিন্দ চন্দ্র সাহা এর কন্যা শ্রী মতি লাবনী রানী সাহার হত্যাকারী শ্রী দেবাশীষ সাহা ও তার সহযোগিদের ফাসি চাই দিতে হবে।
মানব বন্ধন
ভুরুঙ্গামারীর বিশিষ্ঠ ব্যবসায়ী শ্রী গোবিন্দ চন্দ্র সাহা এর কন্যা শ্রী মতি লাবনী রানী সাহার হত্যাকারী শ্রী দেবাশীষ সাহা ও তার সহযোগিদের ফাসি চাই দিতে হবে।
কুড়িগ্রাম ভূরূঙ্গামারীতে ১৭ অাগষ্ট /১৭ তারিখে জামতলা মোড়ে লাবনী রাণী সাহ অাত্নহত্যা প্ররোচনা দানকারী এসঅাই দেবাশীষ সাহার ফাঁসী দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুব নেতা জাফর অালী প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অাঃ হাই মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ড মহি উদ্দিন অাহমেদ, প্রভাষক স্বপন চন্দ্র সাহা, যুব লীগ সম্পাদক মঈন উদ্দিন খোকন, বদরূজ্জামান রতন, শাহীন ব্যাপারী প্রমূখ।
বক্তারা এসঅাই দেবশীষের ফাঁসী দাবী করেন।
লাবনী গত ১০ অাগষ্ট/১৭ তারিখে ভূরূঙ্গামারীর মেয়ে এসঅাই দেবশীষের নির্যাতন সইতে না পেরে গাইবান্ধায় ট্রেনের নীচে লাফ দিয়ে অাত্নহত্যা করে।
মেয়ের বাবা ৬ জনকে অাসামী করে একটি মামলা করে।
দেবশীষ ৩ দিনের রিমান্ডে রয়েছে।
যুব নেতা জাফর অালী প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অাঃ হাই মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ড মহি উদ্দিন অাহমেদ, প্রভাষক স্বপন চন্দ্র সাহা, যুব লীগ সম্পাদক মঈন উদ্দিন খোকন, বদরূজ্জামান রতন, শাহীন ব্যাপারী প্রমূখ।
বক্তারা এসঅাই দেবশীষের ফাঁসী দাবী করেন।
লাবনী গত ১০ অাগষ্ট/১৭ তারিখে ভূরূঙ্গামারীর মেয়ে এসঅাই দেবশীষের নির্যাতন সইতে না পেরে গাইবান্ধায় ট্রেনের নীচে লাফ দিয়ে অাত্নহত্যা করে।
মেয়ের বাবা ৬ জনকে অাসামী করে একটি মামলা করে।
দেবশীষ ৩ দিনের রিমান্ডে রয়েছে।
আহবানে ভুরুঙ্গামারী উপজেলাবাসী।
No comments